চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
নিহতের নাম মো. মছিউদৌলা (৭০)। সে উপজেলার জোড়আমতল এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার জোড়আমতল এলাকায় গার্লস স্কুলের সামনের সড়কটি পার হওয়ার সময় একটি লরি মছিউদৌলাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে চট্টগ্রা্ম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।
কুমিরা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শাকিল মিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় মছিউদৌলাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।