নগরীর কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মার্কেটের নিচ তলায় প্রতিভা লাইব্রেরি নামের একটি বইয়ের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।
বিদ্যুতের সুইচ বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে আমাদের দুইটি টিম ঘটনাস্থলে পৌঁছে। কিছুক্ষণের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি আরও বলেন, মার্কেটের নিচ তলায় প্রতিভা লাইব্রেরি নামের একটি দোকানের বিদ্যুতের সুইচ বোর্ড থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। ক্ষয়ক্ষতি পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
দোকানের স্বত্বাধিকারী সুনাম চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডে বই ও আসবাবপত্র মিলে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।