চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের মাজারের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ সাইমুল ইসলাম (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সাইমুল নগরীর কোতোয়ালী থানাধীন এনায়েত বাজারের বাটালি রোডের মুহাম্মদ ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পুকুরে দুই ঘন্টা তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, সাইমুল বন্ধুদের সঙ্গে মাজার জিয়ারতে গিয়ে সন্ধ্যায় পুকুরে গোসল করতে নামে।
একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা গিয়ে তল্লাশি শুরু করে।
ফটিকছড়ি উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, সন্ধ্যা ৭টায় খবর পেয়ে মাইজভাণ্ডারের পুকুরে দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়।