Google search engine

ইনজুরি, প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা সাকিবের

ইনজুরির কারণে ‘হাফফিট’ তামিম ইকবাল বিশ্বকাপ দলে জায়গা পাননি। এবার বাংলাদেশ শিবিরে আরেক দুঃসংবাদ। ইনজুরিতে পড়েছেন অধিনায়ক সাকিব আল হাসানও।

চোটের কারণে আজ (শুক্রবার) গোহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলছেন না সাকিব। এমনকি শঙ্কা আছে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে তার খেলা নিয়েও।

যদিও বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাকিবের চোটের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

তবে দলীয় এক সূত্রে জানা গেছে, গোহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। অনেকটাই ফুলে গেছে পা।

এদিকে সাকিবের অনুপস্থিতিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ। এই ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশে নেই নাজমুল হোসেন শান্ত এবং মোস্তাফিজুর রহমানও।

- Advertisement -spot_img

সর্বশেষ