চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইকোনমিক জোনের শেখ হাসিনা সড়কে মোহাম্মদ রবেল (২৮) নামের এক যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। এঘটনায় জাফর ও জহির নামের দুজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই ইউনিয়নের জাফরাবাদ সারেং পাড়া এলাকার রমজান আলী বাড়ির শফিউল আলমের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে তিনবন্ধু মিলে দারোগারহাট বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এতে বাড়ি থেকে মিয়া পাড়া পর্যন্ত আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে রুবেল নিহত হন। আহত দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা কমপ্লেক্স নিয়ে যায়, পরবর্তীতে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান, রুবেল ঘটনাস্থলে মারা যায়। তার একটি পুত্র সন্তান রয়েছে। রাতেই রুবেলকে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন জানান, দুর্ঘটনায় রুবেল নিহতের ঘটনাটি জেনেছি। আমি তার শোকাবহ পরিবারের নিকট সমবেদনা জ্ঞাপন করিছি।