Google search engine

চট্টগ্রামে খুলনাগামী বাসে মিললো ১৪ লাখ টাকার ইয়াবা

নগরীরর পাহাড়তলী এলাকায় অলংকার মোড়ে খুলনাগামী যাত্রীবাহি একটি বাসে তল্লাশি চালিয়ে চৌদ্দ লাখ ( ৪ হাজার ৬শ পিস) টাকার ইয়াবা উদ্ধারের তথ্য জানিয়েছে র‌্যাব। বাস তল্লাশিতে ইয়াবা পাচারে সম্পৃক্ত মো. মহিদুল ইসলাম মৃধা (৩৪) নামের এক যুবককে আটক করা হয়েছে।

৩০ সেপ্টেম্বর, শনিবার এই তথ্য জানিয়েছে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পাহাড়তলী থানাধীন অলংকার মোড়ে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়।

গ্রেফতার মো. মহিদুল ইসলাম মৃধা (৩৪) পিরোজপুর জেলার কাউখালী থানার মধ্যম শিয়ালকাঠি এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

র‌্যাবের দাবি,মৃধা দীর্ঘদিন যাবৎ ইয়াবা কক্সবাজার এলাকা থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে পিরোজপুর ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, গণপরিবহনে ইয়াবা নিয়ে বাসযোগে কক্সবাজার থেকে খুলনার দিকে যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পাহাড়তলী থানাধীন অলংকার মোড়ে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় খুলনাগামী জিএস ট্রাভেলস বাসে তল্লাশি চালিয়ে মো. মহিদুল ইসলাম মৃধার কাঁধের ব্যাগ থেকে ৪ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তাপস কর্মকার।

- Advertisement -spot_img

সর্বশেষ