Google search engine

শরীর খেলো, মাথা রেখে গেল!

সুন্দরবন থেকে মানুষের একটি মাথা ও পোশাক উদ্ধার করা হয়েছে। পোশাক দেখে উদ্ধার মাথাটি চারদিন আগে নিখোঁজ হওয়া শিপার হাওলাদার (২২) নামের এক জেলের বলে দাবি তার পরিবারের। সুন্দরবনের মাছ শিকার করতে আসা জেলে শিপারের উপর রয়েল বেঙ্গল টাইগার আক্রমণ করে তার শরীর খেয়ে ফেলেছে বলে ধারণা স্থানীয়দের।

রবিবার (০১ অক্টোবর) সকাল ৮টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের তুলাতলা খাল এলাকা থেকে ওই জেলের মাথাসহ পরিধান করা পোশাক উদ্ধার করে গ্রামবাসী।

শিপার বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সাউথখালী ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।

সাউথখালী ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের ইউপি সদস্য মো. কামাল হোসেন তালুকদার জানান, গত বুধবার (২৭ সেপ্টেম্বর) শিপার বাড়ি থেকে কাউকে না বলে ভোলানদী পার হয়ে কাকড়া মাছ শিকার করতে একা সুন্দরবনে প্রবেশ করে। তার বাবা ফারুক হাওলাদার এর একদিন আগে বন বিভাগের ধানসাগর স্টেশন অফিস থেকে পারমিট নিয়ে সুন্দরবনের পৃথক স্থানে মাছ ধরতে যান।

গতকাল শনিবার দুপুরে ফারুক বাড়ি ফিরে এসে জানতে পারেন তার ছেলে শিপার চারদিন ধরে নিখোঁজ রয়েছে। এরপর সে বাড়ির কাছাকাছি সুন্দরবনে খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে এলাকাবাসীকে জানায়।

আজ রবিবার সকালে তার নেতৃত্বে প্রায় ৫০ জন গ্রামবাসী সুন্দরবনে শিপারকে খুঁজতে থাকে। একপর্যায়ে বনের তুলাতলা খাল এলাকায় একটি বাঘকে বসে থাকতে দেখে সেখানে গিয়ে বাঘটিকে তাড়া দিলে বাঘটি বনের গহিনে চলে যায়। তারা বাঘের বসে থাকা স্থানে মানুষের একটি ক্ষতবিক্ষত মাথা দেখতে পায়। এরপর তারা বনের আশেপাশে তল্লাশি চালিয়ে শিপারের পরিধান করা পোশাক উদ্ধার করে। এই পোশাক শিপারের বলে দাবি করছেন তার বাবা।

শিপারের বাবা ও গ্রামবাসীর ধারনা বাঘটি শিপারকে আক্রমণ করে হত্যা করে। পরে তার শরীর খেয়ে ফেলে। উদ্ধার হওয়া মাথাটি শিপারের বলে ধারণা তাদের। রবিবার দুপুরে ধর্মীয়রীতি অনুযায়ী শিপারের মাথা জানাজা পড়িয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে এই জনপ্রতিনিধি জানান।

বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, শিপারের বাড়ি সুন্দরবন সংলগ্ন হওয়ায় সে বন বিভাগের অনুমতি না নিয়ে অবৈধভাবে একা গোপনে বনে প্রবেশ করেছিলেন। রবিবার সকালে এলাকাবাসী খোঁজাখুঁজি করে তার মাথা নিয়ে আসার পর আমরা বিষয়টি জানতে পারি। পরিবার তার পোশাক দেখে মাথাটি শিপারের বলে দাবি করেছে। তবে উদ্ধার হওয়া এই মাথাটি নিখোঁজ জেলে শিপারের কি না তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।

- Advertisement -spot_img

সর্বশেষ