Google search engine

৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল নেপাল

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও।

০৩ অক্টোবর মঙ্গলবার স্থানীয় সময় ২ টা ৫১ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। এটি ছিল দেশটিতে দ্রুত আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্প। প্রথম ভূমিকম্পটি দুপুর ২.২০ মিনিটে আঘাত হানে যার মাত্রা ছিল ৪.২।

তবে উভয় দেশে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দিল্লিতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। এছাড়া উত্তর ভারতের কয়েকটি অংশেও কম্পন অনুভূত হয়।

- Advertisement -spot_img

সর্বশেষ