Google search engine

দেশে প্রথমবারের মতো কারাবন্দীদের নিয়ে মাসব্যাপী ফুটবল টুর্ণামেন্ট

দেশে প্রথমবারের মতো কারাবন্দীদের নিয়ে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্ণামেন্ট মাসব্যাপী চলবে। টুর্ণামেন্টে শুধু কারাবন্দীরা অংশ নিতে পারবেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বুধবার বন্দীদের নিয়ে মাসব্যাপী বঙ্গবন্ধু প্রিজন কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি এই টুর্নামেন্ট উদ্বোধন করবেন বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এ সময় আরও উপস্থিত থাকবেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকসহ অন্যান্য কারা কর্মকর্তারা।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এ কথা জানান।

তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) ময়দানে মাসব্যাপী বঙ্গবন্ধু প্রিজন কাপ ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করা যায় দুপুরের দিকে এই টুর্নামেন্ট উদ্বোধন করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এ সময় উপস্থিত থাকবেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকসহ অন্যান্য কারা কর্মকর্তারা।

তিনি আরও জানান, বঙ্গবন্ধু প্রিজন কাপ ক্রিকেট টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করবে।

এদের মধ্যে ৯টি দল কারাগারে থাকা বন্দীদের নিয়ে গঠন করা। এছাড়া আরও একটি দল কারা স্টাফদের নিয়ে গঠন করা। এই মোট ১০টি দল মাসব্যাপী এই টুর্নামেন্ট খেলবেন। এই টুর্নামেন্টে উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এছাড়া তিনিও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। এই টুর্নামেন্ট উপলক্ষে সব আয়োজন শেষ হয়েছে। সাজানো হয়েছে স্টেজ।

- Advertisement -spot_img

সর্বশেষ