ভোরের আলো ফোটার আগেই চট্টগ্রামের আমিন জুট মিলের পাশের একটি বস্তিতে অগ্নিকাণ্ডে অর্ধশত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সুত্রপাত সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও ক্ষতিগ্রস্তরা বলছেন, মুজার গুদাম থেকে আগুন লেগেছে।
বুধবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে বায়েজিদ থানাধীন আমিন বস্তি নামে ওই এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, বায়েজিদ ফায়ার সার্ভিসের টিম সকাল সাড়ে ৬টায় খবর পায়। সাথে সাথে তারা এসে অভিযান শুরু করে এবং আমাদের আগ্রাবাদ ফায়ার স্টেশনে সাহায্য চায়। এরপর আগ্রাবাদ, কালুরঘাটসহ তিনটা স্টেশন থেকে আমাদের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ৯টার দিকে আমরা আগুন পুরোপুরিভাবে নির্বাপণ করতে সক্ষম হয়েছি।
আমাদের ধারণা, হয়তো চুলার আগুন, না হয় মশার কয়েলের আগুন অথবা বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। প্রথমে একটি হাতমুজার গুদামে আগুনটা লেগেছে বলেও জানান তিনি।