Google search engine

জাপানে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পূর্ব এশিয়ার দেশ জাপানে। আজ বৃহস্পতিবার (০৫ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৬। এরপরই জাপান তার পূর্বাঞ্চলীয় ইজু উপদ্বীপে সুনামির সতর্কতা জারি করে।

বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পর জাপান পূর্ব উপকূলীয় ইজু উপদ্বীপের দ্বীপগুলোর জন্য ১ মিটার উচু সুনামির বিষয়ে সতর্কতা জারি করেছে।

জাপানের আবহাওয়া সংস্থার তথ্যমতে, তোরিশিমা দ্বীপের কাছে আঘাত হানা ৬.৬ মাত্রার ভূমিকম্পের পর এই সতর্কতা দেওয়া হয়।

ভূমিকম্পের কেন্দ্র ছিল টোকিও থেকে প্রায় ৫৫০ কিলোমিটার দক্ষিণের প্রশান্ত মহাসাগরে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের মূল ভূখণ্ডের উঁচু এলাকায় অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img

সর্বশেষ