Google search engine

পর্দা উঠলো বিশ্বকাপের

গত বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-নিউজিল্যান্ড। চার বছর পর তাদের লড়াই দিয়েই পর্দা উঠছে নতুন এক বিশ্বকাপের।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

ইনজুরির কারণে উদ্বোধনী ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন, পেসার টিম সাউদি ও স্পিনার ইশ সোধি। অন্যদিকে বেন স্টোকসকে নিয়েও শঙ্কা ছিল। কোমরের ইনজুরি ভোগাচ্ছে তাকে। সেই শঙ্কাই সত্যি হলো। উদ্বোধনী ম্যাচে এই অলরাউন্ডারকে পাচ্ছে না ইংল্যান্ড।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, দাভিদ মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান।

- Advertisement -spot_img

সর্বশেষ