Google search engine

‘বার বার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার তা হবে না: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন,‘বার বার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আর তা হবে না। সময় থাকতে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দ্রুত পদত্যাগ করুন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চে মিরসরাইয়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল আরও বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, অহিংস আন্দোলন করছি। আমরা বিএনপির জন্য ভোট করতে চায় না, আমরা জনগনের জন্য ভোট করতে চাই। জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমাদের নেত্রী খুব অসুস্থ্য তাকে সুচিকিৎসা করতে দিচ্ছে না। আমরা আন্দোলন করে তাকে মুক্ত করবো ইনশাআল্লাহ।’

মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকারের অধিনে কেউ নির্বাচন করবেনা। আওয়ামী লীগ দেশের জনগনের অধিকার হরণ করেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমরা দুটি নির্বাচন দেখেছি, এবারের নির্বাচন আগের মত করতে দেয়া হবে না। আওয়ামী লীগ ছাড়া সবাই মিলে সীদ্ধান্ত নিয়েছে এ সরকারের অধিনে কোন নির্বাচন নয়।’

তিনি আরো বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসন থেকে দেশে ফিরিয়ে আনার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সরকার আটকে রেখেছে। তাকে মিথ্যা মামলা থেকে মুক্ত করে তাঁকে বাঁচাতে হবে। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসনে পাঠিয়েছে। তাঁকেও মিথ্যা মামলা থেকে মুক্তি করে দেশে ফিরিয়ে আনতে হবে। এ জন্য দরকার দুর্বার আন্দোলন।’
এসময় মিরসরাইয়ের জনগণকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘মিরসরাইয়ের বীর জনগণ। আপনারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে ও গণতন্ত্রের স্বার্থে সংগ্রাাম করে চলেছেন। আগামীতেও এ সরকারের সকল অন্যায় জলুমের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবেন।’

এসময় মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহাজাহান, ব্যরিষ্টার মাহবুব উদ্দিন খোকন, ত্রাণ বিষয়ক সম্পাদক বেলাল আহম্মদ, কেন্দ্রীয় সাইফ মাহমুদ জুয়েল, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, নুরুল আমিন চেয়ারম্যান, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল (অব:) আজিম উল্লাহ বাহার, উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন, সদস্য সচিব জাহিদ হুসাইনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ।

- Advertisement -spot_img

সর্বশেষ