দুবাই বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। যাত্রীরা উড়োজাহাজে ওঠার পর যান্ত্রিক সমস্যা দেখা দেয় বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।
স্থানীয় সময় গতকাল শনিবার রাত ১২টা ৫ মিনিটে বিমানের ফ্লাইট বিজি-৩৪৮ দুবাই বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল।
পরে সেটি স্থানীয় সময় আজ রবিবার রাত আড়াইটায় ছাড়ার কথা।
জানা গেছে যান্ত্রিক ত্রুটিযুক্ত বিমানে ১০০ জন যাত্রী ছিলেন। দুবাইয়ের প্রকৌশলীরা প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য কাজ করছেন। প্রয়োজনীয় যন্ত্রাংশ এরই মধ্যে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে।
রবিবার রাত সাড়ে ৯টায় তাহেরা খন্দকার বলেন, বিমান কর্তৃপক্ষ ১০০ জন যাত্রীকে দুবাইয়ে হোটেলে থাকার ব্যবস্থা করেছে। কিছু যাত্রীকে অন্য ফ্লাইটে পাঠিয়েছে। কিছু যাত্রী টিকিট পাল্টে অন্য ফ্লাইটে আসবে। মেরামতের পর হালনাগাদ সময়সূচি অনুযায়ী তাদের ঢাকায় ফিরিয়ে আনা হবে।
এর আগে তাহেরা খন্দকার বলেছিলেন, বিমানের ফ্লাইট বিজি-৩৪৮-এর ২৬৮ জন যাত্রী দুবাই বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করছে। তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।