Google search engine

বাঁচাতে হলে খালেদা জিয়াকে বিদেশে নিতেই হবে: মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে তার মেডিকেল বোর্ড জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন ঝুঁকির মধ্যে আছে। এখন তাকে বিদেশে নিতেই হবে

০৯ অক্টোবর সোমবার এভারকেয়ার হাসপাতালেই খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি জানাতে তার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডা. এস এম সিদ্দিকী।

তিনি বলেন, এখন খালেদা জিয়ার যে অবস্থা তাতে করে তাকে বাসায় নেওয়া যাবে না। এখানকার চিকিৎসকেরা তাদের সাধ্য অনুযায়ী যা করার করেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতটাই নাজুক যে তাকে উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছিল। এখন সেগুলোও কাজ করছে না। খালেদা জিয়ার জীবন ঝুঁকির মধ্যে আছে।এখন বিদেশে নিলে তার জীবন রক্ষা হতে পারে।

বিএনপি নেত্রীর মেডিকেল বোর্ডের পক্ষ থেকে অনেক দিন ধরে তার লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়ে আসছে। তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন আজ বলেন, আমাদের মেডিকেল বোর্ড সর্বোচ্চটুকু করেছে। তাদের আর কিছু করার নেই। এখন বাইরে চিকিৎসার ব্যবস্থা আছে। খালেদা জিয়াকে বাঁচাতে হলে তাঁকে বাইরে নিতে হবে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি আরও দুই বছর আগেই তাকে দেশের বাইরে নেওয়া উচিত ছিল বলে জানিয়ে এস এম সিদ্দিকী বলেন, এখানকার মেডিকেল বোর্ডের সদস্যরা তাঁরা তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন। চিকিৎসকদের আন্তরিক চিকিৎসায় তিনি এখনো বেঁচে আছেন। কিন্তু আমাদের সীমাবদ্ধতা আছে। খালেদা জিয়ার ভালো চিকিৎসার এখনো সুযোগ আছে। সেটা দেশের বাইরে। খালেদা জিয়াকে দেশের বাইরে নিতেই হবে। তাঁকে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া দরকার। দেশের বাইরে এর ব্যবস্থা আছে।

গত ৯ আগস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া।

- Advertisement -spot_img

সর্বশেষ