Google search engine

দুর্নীতির মামলায় সু চির আপিল খারিজ

ছয়টি দুর্নীতি মামলার সাজার বিরুদ্ধে কারাবন্দি অং সান সু চির করা আপিল খারিজ করে দিয়েছে মিয়ানমারের সুপ্রিম কোর্ট। গণমাধ্যমের খবরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।

২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর থেকে আটক রয়েছেন সু চি। রাষ্ট্রদ্রোহ এবং ঘুষ থেকে শুরু করে টেলিকমিউনিকেশন আইন লঙ্ঘন পর্যন্ত বিভিন্ন অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এখন তিনি ২৭ বছরের কারাদণ্ডের সম্মুখীন। এসব মামলার সাজার বিরুদ্ধে আপিল করছেন তিনি। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চি ইতিমধ্যেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

খবরে বলা হয়েছে, ক্যুর পর বিরোধীদের ওপর জান্তার দমন-পীড়নের কারণে মিয়ানমারে অশান্তি চলছে। এখন পর্যন্ত হাজার হাজার মানুষ হয় জেলে, না হয় নিহত হয়েছে। বিভিন্ন দেশ ইতিমধ্যে সু চি এবং অন্যান্য রাজনৈতিক বন্দির নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে।

সম্প্রতি মিয়ানমারের জান্তা সু চির কারাদণ্ড ছয় বছর কমিয়েছে। যদিও সু চির ছেলেসহ অনেক সমালোচকের মতে, এই সাধারণ ক্ষমার কোনো অর্থ নেই।

- Advertisement -spot_img

সর্বশেষ