Google search engine

জামিন পেলেন আদিলুর-নাসির

দুই বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের আপিল শুনানির জন্য গ্রহণ করে তাদের জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন কত দিনের সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে তাদের আইজীবীরা জানান, সাধারণত আপিল নিষ্পত্তি পর্যন্ত জামিন হয়ে থাকে। আদালত মৌখিক আদেশে জামিনের সময়সীমা উল্লেখ করেননি।

আদালতে আপিল ও আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও মো. রুহুল আমিন ভূঁইয়া।

১০ অক্টোবর মঙ্গলবার বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের একক বেঞ্চ তাদের জামিন দেন।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের (আইসিটি) ৫৭ ধারায় আদিলুর ও নাসিরের বিরুদ্ধে মামলা হয়। মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, শাপলা চত্বরের অভিযানে ৬১ জনের মৃত্যু হয় বলে এক প্রতিবেদন প্রকাশ করে অধিকার।

এ মামলায় ২০১৩ সালের ১০ আগস্ট আদিলুরকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতের অনুমতি নিয়ে অধিকারের কার্যালয়ে তল্লাশি চালিয়ে দুটি কম্পিউটার ও দুটি ল্যাপটপ জব্দ করে পুলিশ। পরে আদিলুরকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।

তদন্তের পর ওই বছরের ৪ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) আদিলুর ও নাসির উদ্দিনের নামে অভিযোগপত্র জমা দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার অভিযোগ এনে তদন্ত প্রতিবেদনে বলা হয়, আদিলুর ও নাসির ৬১ জনের মৃত্যুর ‘বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা’ তথ্যসংবলিত প্রতিবেদন তৈরি ও প্রচার করে জনমনে ক্ষোভের সৃষ্টি করেন, আইন-শৃঙ্খলা বিঘ্নের অপচেষ্টা চালান এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার ও রাষ্ট্রের ভাবমূর্তি দেশে-বিদেশে চরমভাবে ক্ষুণ্ণ করেন।

অভিযোগপত্র দাখিলের পরদিন অর্থাৎ ২০২১ সালের ৫ সেপ্টেম্বর ঢাকার সিএমএম বিকাশ কুমার সাহা মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠান। ১২ সেপ্টেম্বর আদিলুর রহমান খান ও এ এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।

গত ২৪ আগস্ট এ মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে ৭ সেপ্টেম্বর রায় ঘোষণার তারিখ রাখেন আদালত। কিন্তু ওই দিন রায় প্রস্তুত না হওয়ায় ১৪ সেপ্টেম্বর রায় ঘোষণা করেন বিচারক।

আলোচিত এ মামলার রায় শুনতে এদিন আদালতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ায় পর্যবেক্ষকরাও এসেছিলেন।

রায়ে আদিলুর ও নাসিরকে দুই বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি তাদের ১০ হাজার টাকা জরিমানাও করেন বিচারিক আদালত। এ জরিমানা পরিশোধ না করলে তাদের আরো এক মাসের কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

এ রায়ের পর গত ২৫ সেপ্টেম্বর খালাস চেয়ে আপিল করেন আদিলুর ও নাসির। সঙ্গে জামিন আবেদনও করা হয়। সে আপিল শুনানির জন্য গ্রহণ করে তাদের জামিন দিলেন উচ্চ আদালত।

- Advertisement -spot_img

সর্বশেষ