Google search engine

প্রধানমন্ত্রীকে নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছে ট্রেন

পদ্মা রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্য দিয়ে ঢাকায় সঙ্গে রেল নেটওয়ার্ক এ যুক্ত হল আরো চার জেলা। আজ দুপুর পৌনে একটা নাগাদ নতুন রেলপথের উদ্বোধন করা হয়।

১০ অক্টোবর ১২টা ৫৩ মিনিটে মাওয়া রেল স্টেশনের কাউন্টার থেকে টিকিট কেনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশের কাউন্টার থেকেই টিকিট নেন তার বোন শেখ রেহানা। ১২টা ৫৬ মিনিটে ট্রেনের সামনে এসে সবুজ পতাকা নাড়িয়ে বাঁশি ফু দেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বোন শেখ রেহানা ও রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জের মাওয়া রেল স্টেশন থেকে পদ্মা পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা জংশনের উদ্দেশে ১টায় ট্রেন যাত্রা শুরু করে। ভাঙ্গায় আওয়ামী লীগের সমাবেশে অংশ নেবেন শেখ হাসিনা।

এদিকে, বাণিজ্যিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে আরো দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। প্রাথমিকভাবে ঢাকা থেকে রাজশাহী, খুলনা ও বেনাপোলের পথে তিনটি ট্রেন চলাচল করবে। মধুমতি এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।

- Advertisement -spot_img

সর্বশেষ