চোট কাটিয়ে প্রায় ৭ মাস পর ফিরে শুরুতেই টস জিতেছেন কেন উইলিয়ামসন। বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক।
আজ বাংলাদেশ দলে শেখ মেহেদী হাসানের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
কিউই একাদশে এসেছে একটি পরিবর্তন। অধিনায়ক কেইন উইলিয়ামসন ফেরার বাদ পড়েছেন ওপেনার উইল ইয়াং।
দুই দলের একাদশ-
বাংলাদেশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড : ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসন