Google search engine

ডেঙ্গু: একদিনে ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৩ জন

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টার মধ্যে তাদের মৃত্যু হয়। মারা যাওয়াদের মধ্যে ঢাকার আটজন এবং ঢাকার বাইরের পাঁচজন রয়েছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৭৩ জন ডেঙ্গুরোগী।

শুক্রবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৮ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৯৫ জন। বর্তমানে সারাদেশে হাসপাতালে ৮ হাজার ২৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৩৫ হাজার ২০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৫ হাজার ৮০৮ জন। এ বছর এখন পর্যন্ত এক হাজার ১৪৮ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।

- Advertisement -spot_img

সর্বশেষ