Google search engine

চট্টগ্রাম চিড়িয়াখানায় আর বিনোদন দিবে না সিংহী নোভা

চট্টগ্রাম চিড়িয়াখানায় সিংহী নোভার মৃত্যু হয়েছে। শনিবার ১৪ অক্টোবর সকাল সাড়ে আটটার সময় তার মৃত্যু হয়। ২৬ সেপ্টেম্বর থেকে নোভার খাওয়া-দাওয়া বন্ধ ছিল বলে জানা গেছে। ২০০৫ সালের ১৬ জুন চট্টগ্রাম চিড়িয়াখানায় সিংহ দম্পতি রাজ-লক্ষ্মীর ঘরে দুইটি মেয়ে সিংহ বর্ষা ও নোভার জন্ম হয়।

চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, বার্ধক্যজনিত কারণে সিংহী নোভা গত এক বছর যাবৎ প্রায় সময়ই অসুস্থ ছিল, পিছনের পা ছয় মাস ধরে প্যারালাইসিসের মত ছিল এবং খাদ্যগ্রহণও খুব কম করেছে। চিড়িয়াখানার সিংহী নোভা প্রায় ১৮ বছর ৪ মাস বেঁচেছিল। ২০২২ সালের ১১ নভেম্বর প্রায় ১৯ বছর বয়সে সিংহ নভ বার্ধক্যজনিত কারণে মারা যায়।

ডা. শুভ বলেন, সাধারণত সিংহের স্বাভাবিক জীবনকাল ১৫-১৭ বছর। চট্টগ্রাম চিড়িয়াখানার সিংহী নোভা ১৮ বছরের বেশি সময় যাবৎ বিনোদন দিয়েছে। যখন চিড়িয়াখানায় তেমন প্রাণি ছিল না।

উল্লেখ্য, চট্টগ্রাম চিড়িয়াখানায় সিংহ দম্পতি রাজ-লক্ষ্মীর ঘরে ২০০৫ সালের ১৬ জুন দুইটি মেয়ে সিংহ বর্ষা ও নোভার জন্ম হয়। তাদের জন্মের কিছুদিন পর তাদের বাবা রাজ এবং ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি মা লক্ষ্মী মারা যায়। প্রায় ১১ বছর নিঃসঙ্গ কাটানো নোভার জন্য পুরুষ সঙ্গী আনার উদ্যোগ নিলে ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর প্রাণি বিনিময় প্রক্রিয়ায় রংপুর চিড়িয়াখানায় বর্ষাকে পাঠিয়ে সেখান থেকে আনা হয় প্রায় ১৩ বছর বয়সী সিংহ বাদশাহকে এবং চট্টগ্রামে তার নাম রাখা হয় নভ।

২০১৬ সালের ২১ সেপ্টেম্বর সিংহ নভ এবং সিংহী নোভা-কে এক খাঁচায় দেওয়ার সময় বেশ আয়োজন করে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সিংহী নোভার বয়স ছিল ১১ বছর এবং নভ এর ১৩ বছর। মানে সিংহ-সিংহী প্রজনন সময়ের শেষ দিকে এসে এক হয়েছিল। নভ’র স্বাভাবিক চাঞ্চল্য কমে যাওয়ার পাশাপাশি তার প্রজনন ক্ষমতাও লোপ পেয়েছিল। তাই স্বাভাবিক প্রজনন হয়নি।

- Advertisement -spot_img

সর্বশেষ