অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে নিখোঁজ ইসরাইলিদের মৃতদেহ উদ্ধার করেছে ইসরাইলি সামরিক বাহিনী। শুক্রবার (১৩ অক্টোবর) বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছেন তারা।
গাজা উপত্যকায় স্থল অভিযান চালানোর সময় বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে ইসরাইলি সেনারা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৭ অক্টোবর) ইসরাইলে অতর্কিত হামলা চালায় হামাস। এ সময় তারা ইসরাইলের শতাধিক সেনা ও বেসামরিক নাগরিককে বন্দী করে নিয়ে যায়। শুক্রবার গাজা উপত্যকায় স্থল অভিযান চালানোর সময় বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে ইসরাইলি সেনারা।
জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, গাজায় স্থল অভিযান চালানোর সময় বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে ইসরাইলি সামরিক বাহিনী। উদ্ধার মরদেহগুলো তারা নিজেদের ভূমিতে ফিরিয়ে নিয়ে এসেছে।
শনিবার (১৪ অক্টোবর) ইসরাইলের সামরিক বাহিনী এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে জানিয়েছে, বর্তমানে হামাসের কাছে ১২০ জনেরও বেশি বেসামরিক নাগরিক বন্দী আছেন।
শনিবার (৭ অক্টোবর) ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই হামলার পর এখন পর্যন্ত ইসরাইলে ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত ৩ হাজারের বেশি।
অপরদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের পাল্টা হামলায় সবশেষ ১ হাজার ৯০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন সাড়ে ছয় হাজারেরও বেশি।