Google search engine

চট্টগ্রাম বন্দরে এলো কোটি টাকার ২৪টি সরঞ্জাম

গ্যান্ট্রি ক্রেন, মোবাইল ক্রেন, কন্টেইনার মুভারসহ প্রায় চারশ কোটি টাকার ২৪টি যন্ত্রপাতি কেনা হয়েছে চট্টগ্রাম বন্দরের জন্য। চট্টগ্রাম বন্দরের জন্য আনা এসব সরঞ্জাম রোববার নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উদ্বোধন করবেন।

চারশ কোটি টাকার ২৪টি সরঞ্জাম এল চট্টগ্রাম বন্দরে নতুন সরঞ্জামের তালিকায় আছে, ২৪৩ কোটি টাকা দামের চারটি কি গ্যান্ট্রি ক্রেন, ৭০ কোটি টাকার ছয়টি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন, চারটি রিচ স্টেকার, চারটি ভেরিয়েবল রিচ ট্রাক, দুটি কন্টেইনার মুভার, দুটি ১০০ টনের মোবাইল ক্রেন এবং দুটি ৫০ টনের মেবাইল ক্রেনসহ মোট ২৪টি যন্ত্রপাতি।

২০২১ সাল থেকে চলতি বছরের এই সময়ের মধ্যে ১০৪টি ইকুপমেন্ট সংগ্রহ প্রকল্পের আওতায় এসব যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছে। ৩৯৩ কোটি ৩২ লাখ টাকা দামের এসব যন্ত্রপাতি কেনা হয়েছে চীন, জার্মানি, ফিনল্যান্ড, বেলজিয়াম ও ফ্রান্স থেকে।

২০১৯ সালে নেওয়া এই প্রকল্পে মোট ব্যয় হবে ৯১৪ কোটি টাকা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও ৩০টি নতুন যন্ত্রপাতি আসবে চট্টগ্রাম বন্দরে।

- Advertisement -spot_img

সর্বশেষ