Google search engine

চিলমারী বন্দরে থামলো ভারতীয় প্রমোদতরী

কুড়িগ্রামের চিলমারী নৌ বন্দরে পৌঁছানো ভারতের প্রমোদতরী দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। চলতি মাসের ২ তারিখ ভারতের কলকাতা থেকে নৌপথে যাত্রা শুরু করে পর্যটকবাহী প্রমোদতরী ক্রুজ শিপ এমভি চরাডিও । ভ্রমণবিলাস এ প্রমোদতরীতে ২৭ জন নাবিক ও ১১ পর্যটক আছেন। পর্যটকদের মধ্যে ভারতীয় চারজন ও ইংল্যান্ডের সাতজন আছেন।

১৫ অক্টোবর রবিবার সকালে চিলমারী নৌ বন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ওই প্রমোদতরীর পর্যটকরা ঢাকা, নারায়ণগঞ্জ, মাওয়া, পাটুরিয়া, ধামরাইয়ের বিভিন্ন দর্শনীয়স্থান ঘুরে দেখেন।

জানা গেছে, ভারতের কলকাতা থেকে রওনা দিয়ে নামখানা, হিমনগর, শেখবাড়িয়া হয়ে বাংলাদেশের মোংলা, বরিশাল, বদ্দের বাজার, মাওয়া, পাটুরিয়া, কাউলিয়া আপস্ট্রিম, চন্দনা বৈশ্ব্য, চিলমারী হয়ে আবারও ভারতের ধুবড়ি, গোয়াল পাড়া, তারাবাড়ি, শৌলকুচি গিয়ে ২০ অক্টোবর ভ্রমণ যাত্রা শেষ হবে।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেসুল ইসলাম বলেন, চিলমারীতে আসা বিদেশিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমাদের পুলিশ এবং নৌ পুলিশ ২৪ ঘণ্টা নিরাপত্তা দিচ্ছে। বৈশ্বিক পরিস্থিতি এবং নির্বাচনকাল বিবেচনা করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এজন্য পুলিশ বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

- Advertisement -spot_img

সর্বশেষ