Google search engine

গাজায় ২৭ টন মানবিক সাহায্য পাঠিয়েছে রাশিয়া

রাশিয়া বৃহস্পতিবার গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের জন্য ২৭ টন মানবিক সাহায্য পাঠিয়েছে। এই সহায়তা মিশর থেকে গাজায় পাঠানো হবে।

মস্কোর জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ডেপুটি মন্ত্রী ইলিয়া ডেনিসভ এক বিৃতিতে বলেন, ‘এসব সাহায্য নিয়ে একটি বিশেষ বিমান মিশরের এল-আরিশের উদ্দেশে মস্কোর কাছের রামেনস্কয় বিমানবন্দর থেকে যাত্রা করেছে।

রাশিয়ার মানবিক সহায়তা গাজা উপত্যকায় পাঠানোর জন্য মিশরীয় রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করা হবে।’

- Advertisement -spot_img

সর্বশেষ