Google search engine

সোয়া ১ মাসে পর দৃশ্যমান হলো রাঙামাটির ঝুলন্ত সেতু

দীর্ঘ ৪৫ দিন কাপ্তাই হ্রদের পানিতে ডুবে থাকার পর দৃশ্যমান হয়েছে রাঙামাটির ঝুলন্ত সেতুটি। এখন চলছে ধোয়া-মোছা, মেরামতসহ রঙের কাজ। এবারের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সেতুটি ডুবে যায়।

২০ অক্টোবর, শুক্রবার সকালে সেতুর পাটাতন থেকে হ্রদের পানি নেমে গিয়ে দৃশ্যমান হয়েছে সেতুটি। সেতু দৃশ্যমানের খবরে ব্যবসায়ীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। এখন শুধু চলাচলের জন্য উম্মক্ত করে দেওয়ার অপেক্ষা।

রাঙ্গামাটি ট্যুরিস্ট বোট মালিক সমিতির সহ-সভাপতি রমজান আলী বলেন, গত কয়েক বছর বর্ষায় বৃষ্টি কম হওয়ায় সেতু না ডুবলেও এবারের ভারি বৃষ্টিপাতে সেতু ডুবে গিয়েছিল। এতে আমরা ব্যাপক ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছি। এখন যেহেতু পানি কমে গেছে, সপ্তাহিক বন্ধ ও পূজার ছুটি মিলিয়ে মোটামুটি ভালোই পর্যটক আসবে।

রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, দীর্ঘদিন ডুবে থাকার পর আবারো ভেসে উঠেছে ঝুলন্ত সেতু। এটি আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। এতদিন পর্যটকদের ঝুলন্ত সেতুতে না উঠেই ফেরত যেতে হয়েছে। এবার থেকে আর কাউকে হতাশ হয়ে ফেরত যেতে হবে না। আমরা দ্রুত সেতুর মেরামতের কাজ সম্পন্ন করে উন্মুক্ত করে দেবো।

- Advertisement -spot_img

সর্বশেষ