Google search engine

মিরসরাইয়ে ট্রাক চালকের সিটের নিচে মিললো ফেনসিডিল

ভারতের ফেনী সিমান্ত থেকে মিনি ট্রাকে চট্টগ্রামে পাচারকালে নুরু প্রকাশ মামুন (২৩), ইসমাইল (৫০), মো. মিছবাহ সিদ্দিক বাপ্পী (২৫) নামের তিনজনকে আটক করেছে থানা পুলিশ। এসময় ১৭৫ বোতল ফেনসিডিলসহ একটি মিনি পিক-আপ জব্দ করা হয়।

২০ অক্টোবর, শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মামুন চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুর ইউনিয়নের মহিরা গ্রামের মৃত ইদ্রিসের পুত্র, একই এলাকার আহমদ হোসেনের বাড়ির আব্দুল মান্নানের পুত্র মো. ইসমাইল এবং বাকলিয়া উপজেলার সৈয়দ শাহ রোড এলাকার নুরুল কবিরের বাড়ির হুমায়ুন কবিরের পুত্র মো. মিছবাহ সিদ্দিক।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে তল্লাশি চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডেলসহ ৩ ব্যক্তিকে আটক করা হয়। ফেনসিডেলের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরও জানান, জব্দকৃত মিনি ট্রাকের চালকের আসনের নিচে বিশেষ কায়দায় ফেনসিডেলগুলো রাখা হয়েছিলো। এগুলো ভারত-বাংলাদেশ সীমান্তের ফেনী থেকে চট্টগ্রামে পাচার হচ্ছিলো।

ওসি বলেন, ‘ফেনসিডিল পাচারের সঙ্গে যুক্ত তিন ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -spot_img

সর্বশেষ