কানাডার বিভিন্ন প্রদেশে আনন্দ উৎসবের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলছে। বাংলা সংস্কৃতিকে তুলে ধরে সাজানো হয়েছে পূজামণ্ডপ। বিভিন্ন বয়সের নারী-পুরুষের পদচারণায় মুখরিত কমিউনিটি হলের পূজা মণ্ডপগুলো। পূজা উৎসবকে ঘিরে আনন্দ বইছে সারা কানাডায়।
এ বছর উৎসবের সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবেন বাংলাদেশ ও ভারতের স্বনামধন্য শিল্পীরা। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে উৎসবে যোগ দিচ্ছেন বিদেশিরাও। পূজা শুরু হয়েছে গত ২০ অক্টোবর এবং শেষ হবে ২২ অক্টোবর।
বাংলাদেশ পূজা পরিষদ তাদের শারদীয় দুর্গোৎসব উদযাপন করছে ক্যালগেরির সাউথ ভিউ কমিউনিটি সেন্টারে এবং বঙ্গীয় পরিষদ শারদীয় দুর্গোৎসব উদযাপন করছে এয়ারডির কমিউনিটি সেন্টারে।
অন্যদিকে ক্যালগেরির ‘আমরা সবাই’ শারদীয় দুর্গোৎসব উদযাপন করবে আগামী ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ক্যালগেরির চেস্টারমেয়ার রিক্রেয়েশন সেন্টারে। ভালোবাসা আর বাংলা সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে ক্যালগেরির বিভিন্ন অ্যাসোসিয়েশন স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজন করছে শারদীয় দুর্গোৎসব।