Google search engine

ভৈরবে ট্রেন দুর্ঘটনা, বাড়তে পারে নিহতের সংখ্যা

 

কিশোরগঞ্জের ভৈরব জংশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহতের খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রেনের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জংশনে যাত্রীবাহী ট্রেন এগারসিন্ধু একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয়।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান  দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে।

ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে।

- Advertisement -spot_img

সর্বশেষ