আবহাওয়া অধিদফতর ৩ নম্বর সতর্কতা সংকেত প্রত্যাহারের পর বন্দর চ্যানেলের নিরাপত্তার স্বার্থে বহির্নোঙরে পাঠানো জাহাজ আবার বন্দর জেটিতে ঢোকানো হচ্ছে।
২৫ অক্টোবর, বুধবার সকাল সোয়া ১১টায় পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৮.৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বর্তমানে বৃষ্টি নেই।
বন্দর সূত্রে জানা গেছে, হামুনের ক্ষতি কমাতে জারি করা অ্যালার্ট ৩ নামিয়ে ফেলা হয়েছে। জেটিতে জাহাজ আনা হচ্ছে। কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং এবং ডেলিভারি স্বাভাবিক রয়েছে।
ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আঘাত করে কিছুটা এগিয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।