Google search engine

গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত ৪৮০

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৮০ জন নিহতের খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। সর্বশেষ সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৭ হাজার ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ৬৬ শতাংশই নারী ও শিশু।

গাজা উপত্যকার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত চলছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। গাজার প্রতিটি অংশ, প্রতিটি শহর, প্রতিটি এলাকায় বোমা বর্ষণ করছে তারা।

ইসরায়েলি তাণ্ডবের কারণে এক তৃতীয়াংশ হাসপাতাল ও দুই-তৃতীয়াংশ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করতে হয়েছে। এসব হাসপাতাল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা জ্বালানি সংকট দেখা দিয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, মজুত জ্বালানির ভাণ্ডার ক্রমশ ফুরিয়ে আসছে। ভবিষ্যতে পরিস্থিতি আরও সংকটময় হতে চলেছে।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা ইসরাইল ও গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ করতে দেওয়ার জন্য ‘মানবিক বিরতি’ দিতে যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। মার্কিন প্রস্তাবের বদলে রাশিয়া একটি প্রস্তাব এনেছে, যেখানে অস্ত্র বিরতির আহ্বান রয়েছে।

- Advertisement -spot_img

সর্বশেষ