Google search engine

ইউরেনিয়ামের পঞ্চম চালান রূপপুরে পৌঁছল

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের জন্য ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের আরেকটি চালান এসে পৌঁছেছে ঈশ্বরদীর রূপপুরে। এ নিয়ে জ্বালানির পঞ্চম চালান পৌঁছল রূপপুরে।

২৭ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৯টায় রূপপুর পারমাণবিক প্রকল্পের মধ্যে প্রবেশ করে ইউরেনিয়াম বহনকারী গাড়ি।

পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশীস কুমার স্যানাল জানান, ইউরেনিয়াম আসাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল।

শুক্রবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা থেকে প্রকল্প এলাকা রূপপুর পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে ইউরেনিয়ামের চালান রূপপুর প্রকল্পের মধ্যে প্রবেশ করলে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

বৃহস্পতিবার রাশিয়া থেকে পঞ্চম চালানের ইউরেনিয়াম বিশেষ বিমানে ঢাকায় এসে পৌঁছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ চালানের মতোই সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে আমদানীকৃত এই পারমাণবিক জ্বালানি সড়কপথে নেওয়া হয় রূপপুরে।

এরপর পর্যায়ক্রমে আরো দুটি চালান দেশে আসবে। এই সাতটি চালানে আসা জ্বালানি দিয়ে এক বছর নিরবচ্ছিন্ন ২৪০০ মেগাওয়াট ক্ষমতার দুই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা যাবে।

- Advertisement -spot_img

সর্বশেষ