চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত কেইপিজেড মাঠে জনসভায় জনতার ঢল নেমেছে। ভোরের আলো ফোটার আগে জনসভার মাঠ প্রাঙ্গণে আসতে শুরু করেছেন মানুষ। স্থানীয় সুত্র এই তথ্য জানিয়েছে। দলীয় নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত এখন আনোয়ারা কেইপিজেড মাঠ।
শনিবার (২৮ অক্টোবর) টানেল দিয়ে আনোয়ারা পৌঁছে ১২টায় সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
দুপুর ২টায় জনসভা শেষ করে আবার টানেল হয়ে পতেঙ্গার নেভাল একাডেমি এসে দুপুর ২টা ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকায় রওনা দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে পুরো কর্ণফুলী ও আনোয়ারায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।