ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে (মরণোত্তর) ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হয়েছে।
২৯ অক্টোবর রবিবার বেলা ১১টা ৫৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত বিশেষ সমাবর্তনে এ ডিগ্রি প্রদান করা হয়।
বঙ্গবন্ধুর পক্ষে এ ডিগ্রি গ্রহণ করেন বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর হাতে ডিগ্রি হস্তান্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
ডিগ্রি গ্রহণের পর বঙ্গবন্ধুর পক্ষে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর স্বাক্ষর গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী।