Google search engine

হরতালের প্রভাব পড়েছে চবি’র ১৭ বিভাগের পরীক্ষায়

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭ বিভাগের পরীক্ষা নেওয়া হয়নি। এদিন ১৬টি বিভাগ ও একটি ইনস্টিটিউটের সর্বমোট ১৯টি পরীক্ষা নেওয়ার কথা ছিল। হরতালের প্রভাবে শিক্ষক বাস চলাচল না করায় রবিবার (২৯ অক্টোবর) সকল বিভাগের পরীক্ষা স্থগিত করেছে বিভাগ ও ইনস্টিটিউট কর্তৃপক্ষ। পাশাপাশি বন্ধ ছিল প্রায় সব বিভাগের শিক্ষা কার্যক্রম।

বিভাগের সভাপতি ও পরীক্ষা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিভাগগুলো হলো: লোকপ্রশাসন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ভূগোল ও পরিবেশবিদ্যা, বাংলাদেশ স্টাডিজ, বাংলা, রাজনীতি বিজ্ঞান, ফাইন্যান্স, সমাজতত্ত্ব, পরিসংখ্যান, মৃত্তিকা বিজ্ঞান, ইতিহাস, উদ্ভিদ বিজ্ঞান, পদার্থবিদ্যা, চারুকলা ইনস্টিটিউট।

এছাড়া চবির পরিবহন দফতর সূত্রে জানা গেছে, হরতালের কারণে রোববার বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষক ও স্টাফ বাস ছেড়ে যায়নি। ফলে অনেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী শহর থেকে ক্যাম্পাসে আসতে পারেননি।

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ বলেন, হরতালের কারণে পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা বা অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিতের বিষয়ে বিভাগ কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

- Advertisement -spot_img

সর্বশেষ