Google search engine

এলএলবি পরীক্ষা ৩ নভেম্বর থেকে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।

০১ নভেম্বর বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতি শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে এই পরীক্ষা কার্যক্রম শুরু হবে।

সারাদেশের ৩৬টি কেন্দ্রে একযোগে এলএলবি শেষ পর্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছরে দেশের বিভিন্ন প্রান্তে থাকা ৭১টি কলেজ থেকে ১০ হাজার ৫২৯ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইতিমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষাটি আয়োজনের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কমানা করে।

জরুরি প্রয়োজনে ০১৩13052366 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

- Advertisement -spot_img

সর্বশেষ