Google search engine

চকরিয়ায় দাখিল মাদরাসায় আগুনে সিংহভাগ পুড়ে ছাই

কক্সবাজারের চকরিয়ায় কাকারার পুলেনছড়া দাখিল মাদ্রাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে সিংহভাগ পুড়ে ছাই হয়ে গেছে। এমতাবস্থায় মাদ্রাসার পাঠদান অনির্দিষ্টকালের জন্য থমকে পড়ার আশঙ্খা করছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে ।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন বলেন, মাত্র ১০ মিনিটেই আগুনে মাদরাসার ছাউনির টিনসহ বেশিরভাগ পুড়ে গেছে। নতুনভাবে তৈরি না করা পর্যন্ত পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই মাদরাসাটি সচল করতে চেষ্টা করবো।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, আগুনে মাদরাসা পুড়ে যাওয়ার বিষয়টি জেনে নিজেই সন্ধ্যায় সরেজমিন পরিদর্শন করেছি। মাদরাসাটি পাঠদান উপযোগী করে তুলতে সরকারের পক্ষ থেকে দ্রুত সহযোগিতা করা হবে ।

- Advertisement -spot_img

সর্বশেষ