Google search engine

গাজার তিনটি হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী

ইসরায়েলি বাহিনীর হামলার শিকার আল শিফা হাসপাতাল। ছবি: টাইমস অব ইসরায়েল।

গাজার বিভিন্ন হাসপাতালে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ঘিরে রাখা হয়েছে রানতিসি, আল শিফা এবং আল নাসের হাসপাতাল। শনিবার (১১ নভেম্বর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইহুদি বাহিনীর হামলার ফলে জিম্মি হয়ে পড়েছেন সেখানকার স্বাস্থ্যকর্মী এবং রোগীরা। শুক্রবার সকাল থেকে গাজার সবচেয়ে বড় ও আধুনিক হাসপাতাল আল-শিফায় পাঁচবার হামলা চালানো হয়েছে। এসব হামলায় প্রসূতি ওয়ার্ডসহ হাসপাতালের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।

উল্লেখ্য, হাসপাতালটিতে প্রায় ১৫ হাজার মানুষ অবস্থান করছেন। এরআগে, আল কুদস হাসপাতাল লক্ষ্য করে চালানো হয় বিমান হামলা। পুরো হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি ট্যাংক। এছাড়াও রানতিসি হাসপাতাল লক্ষ্য করে গুলি করে ইসরায়েলি স্নাইপার টিম। বন্ধ হয়ে গেছে আরও দুটি হাসপাতালের জ্বালানী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে।

এদিকে, ইসরায়েলি বর্বরতায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।

- Advertisement -spot_img

সর্বশেষ