চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড যেন দালালদের স্বর্গরাজ্য বলে অভিযোগ ভুক্তভোগীদের। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই দালালদের হাতে প্রতারিত হচ্ছেন রোগীর স্বজনেরা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে বহির্বিভাগ পর্যন্ত রয়েছে তাদের দৌরাত্ম্য। সাধারণ মানুষের সাথে মিশে ঘাপটি মেরে থাকে তারা। পরে রোগীর স্বজনদের অসহায়ত্বকে পুঁজি করে পাতে প্রতারণার ফাঁদ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল দালাল মুক্ত করতে শনিবার (১১ নভেম্বর) বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে অভিযান চালিয়েছে চমেক হাসপাতাল ফাঁড়ির পুলিশ। এসময় বহির্বিভাগ ও ওয়ার্ড থেকে ৫জন দালাল গ্রেফতার হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে এই অভিযান শুরুর কথা জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আশেক।
গ্রেফতার দালালেরা হলো, চট্টগ্রামের বোয়ালখালী থানার বাহাদুর পাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে জুয়েল ইফতেখার শাওন (২৯), সীতাকুণ্ড থানা এলাকার মৃত আলী আহমদের ছেলে আলাউদ্দিন ওরফে মাসুদ (৪২), ভোলা জেলার লালমোহন থানাধীন আনিছ মিয়ার হাট আদেলার বাড়ি গ্রামের মৃত মিল্লাত হাওলাদারের ছেলে মো. সজীব হাওলাদার (২৪), খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা থানাধীন কাজীপাড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে শামীম (২৮) এবং চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন পহরচান্দা গ্রামের মোজাফ্ফরের ছেলে ওমর ফারুক (৩২)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আশেক বলেন, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগী ও রোগীর স্বজনদের হয়রানি, প্রতারণা করে আসছিল কয়েকজন দালাল। ওয়ার্ডে ওয়ার্ডে অভিযান চালিয়ে চিহ্নিত করে শনিবার পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দালালের দৌরাত্ম্য রোধে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। দালাল ধরতে অভিযান অব্যাহত রয়েছে।