চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা পুলিশের টহল ভ্যানে স্ক্র্যাপবোঝাই ট্রাকের ধাক্কায় মেচিং চাকমা (২৬) ও সোহেল (২৮) নামের দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সীতাকুণ্ড উপজেলার পন্থিছিলা মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, সীতাকুণ্ডের পন্থিছিলা মাজারের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের টহল ভ্যানকে ধাক্কা দেয় একটি স্ক্র্যাপবোঝাই ট্রাক। এতে দুই পুলিশ সদস্য আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছেন বলেও জানান ওসি তোফায়েল।