Google search engine

বাঁশখালী‌তে পানিতে ডুবে ৩‌ শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে একদিনে ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে পৃথক ঘটনায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, পৌরসভার জলদীর নেয়াজর পাড়া এলাকার মো. আবচারের ছেলে মো. মুনতাসীর (৩), শীলকূপ ইউপির ৫ নম্বর ওয়ার্ডের বৈরাগ পাড়া গ্রামের আহমদ শফির দেড় বছরের ছেলে রিফাত মিয়া এবং গন্ডামারার বড়ঘোনা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সেলিম উদ্দিনের ছেলে মোহাম্মদ মোস্তাকিম।

১৩ নভেম্বর, সোমবার সকা‌লে দিকে পৌরসভার নেয়াজর পাড়া এলাকার মো. আবচারের ছেলে মো. মুনতাসীর (৩) ও শীলকূপ ইউপির ৫ নম্বর ওয়ার্ডের বৈরাগ পাড়া গ্রামের আহমদ শফির ছেলে রিফাত মিয়া (১৮ মাস) পা‌নি‌তে ডুবে যায়। তাদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. হীরক কুমার পাল তা‌দের মৃত ব‌লে ঘোষণা করেন।

অন্যদিকে রবিবার সন্ধ্যায় উপজেলার গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের হাবীর বাপের বাড়ি এলাকার মোহাম্মদ সেলিম উদ্দিনের ছেলে মোহাম্মদ মোস্তাকিম (২ বছর ৫ মাস) পা‌নি‌তে পড়‌লে প্রতিবেশী লোকজন শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -spot_img

সর্বশেষ