Google search engine

ইউক্রেনের ৪টি ড্রোন ভূপাতিত

রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী রাতে ইউক্রেনের চারটি ড্রোন ভূপাতিত করেছে। দেশটির ব্রায়ানস্ক, তাম্বভ, ওরিওল এবং মস্কো অঞ্চলে এসব ড্রোন ভূপাতিত করা হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

রাশিয়ার প্রতিরক্ষা সংস্থা জানায়, ‘রাতে চালকবিহীন আকাশযান ব্যবহার করে রাশিয়ার মাটিতে অবস্থিত বিভিন্ন স্থাপনায় সন্ত্রাসী হামলা চলানোর কিয়েভ সরকারের প্রচেষ্টা দেশটির প্রতিরক্ষা বাহিনী ব্যর্থ করে দিয়েছে। এ সময় দায়িত্ব পালনরত রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী মস্কো, তাম্বভ, ওরিওল এবং ব্রায়ানস্ক অঞ্চলের আকাশসীমা দিয়ে উড়ে চলা ইউক্রেনের মনুষ্যবিহীন চারটি আকাশযান ধ্বংস করেছে।’

এরআগে মধ্য রাশিয়ার ওরিওল অঞ্চলের গভর্নর আন্দ্রে ক্লিচকভ তার অঞ্চলের উত্তর-পশ্চিমাঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করার খবর জানান।

- Advertisement -spot_img

সর্বশেষ