Google search engine

সন্ধ্যায় তফসিল

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার লক্ষ্যে বিকেল পাঁচটায় বর্তমান কমিশনের ২৬তম সভা অনুষ্ঠিত হবে। এবারই প্রথম সরাসরি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি।

১৫ নভেম্বর, বুধবার সন্ধ্যা ৭ টায় ভাষণ দিবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। গত মঙ্গলবার কমিশনের অনানুষ্ঠানিক বৈঠকে তফসিলের ঘোষনার সিদ্ধান্ত নেওয়া হয়। ইসি সচিব মো. জাহাংগীর আলম আজ বুধবার সকাল ১০টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। ভোটের তারিখ সম্ভাব্য হিসেবে রাখা হয়েছে ৬-৭ জানুয়ারি।

তফসিল ঘোষণাকে কেন্দ্র করেন রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন ভবনের আশপাশে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কয়েকটি রাস্তায় যান চলাচল সীমিত রাখা হয়েছে।

- Advertisement -spot_img

সর্বশেষ