Google search engine

পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

তৈরি পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও এর আশপাশের জেলায় আজ বুধবার ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

খুদে বার্তায় আরও বলা হয়, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোট ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে কোথাও কোথাও সহিংসতার ঘটনাও ঘটেছে।

এদিকে পঞ্চম দফায় বিএনপির ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি আজ শুরু হয়েছে। আজ সকাল ছয়টা থেকে আগামী শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত সারা দেশে সড়ক, রেল ও নৌপথে এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

- Advertisement -spot_img

সর্বশেষ