Google search engine

পুলিশি বাধায় পণ্ড চরমোনাইর গণমিছিল

দলীয় সরকারের অধীনে একতরফা তফসিল জনগণ মানে না ব্যানারে শুরু হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল রাজধানীর শান্তিনগর মোড়ে পুলিশি বাধায় পণ্ড হয়েছে।

১৫ নভেম্বর, বুধবার বিকাল সাড়ে ৩টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড়, কাকরাইল হয়ে শান্তিনগর চৌরাস্তা মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে গণমিছিলটি।

এ সময় দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী তফসিল ঘোষণা না করার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বৃহস্পতিবার জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করা হবে।

এর আগে গত রোববার রাজধানীর পুরানা পল্টনস্থ নোয়াখালী টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

- Advertisement -spot_img

সর্বশেষ