Google search engine

আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে দুটি সিটি বাসে আগুন

চট্টগ্রামে ওয়াসা মোড়ে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে পার্কিং করে রাখা দুটি সিটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কে বা কারা আগুন দিয়েছে তাও নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভায়।

বুধবার (১৫ নভেম্বর) রাত পৌনে এগারটার দিকে এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, রাত দশটা ৫০ মিনিটের দিকে ওয়াসার মোড়ে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী লোকাল বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা  বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। শিগগিরই জড়িতদের শণাক্ত করে আইনের আওতায় আনা হবে।
- Advertisement -spot_img

সর্বশেষ