পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টির কারণে সকল নৌযন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রশাসনের এমন নির্দেশে সেন্টমার্টিনে প্রায় ৪ শতাধিক পর্যটক ফিরতে পারছেনা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) থেকে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেয় প্রশাসন। নির্দেশনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এর কারণে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। এ ঘটনায় চার শতাধিক পর্যটক সেন্টমার্টিন দ্বীপে অবস্থান করছেন। তারা সবাই সেখানে আটকা পড়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানায়, নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে কক্সবাজারসহ দেশের চারটি বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে সেন্টমার্টিন ও টেকনাফে বুধবার দুপুরের পর থেকে আবহাওয়া গুমোট ছিল। স্থানীয় লোকজন জানান, সাগর ক্রমেই উত্তাল হচ্ছে।