Google search engine

চীনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু

চীনের উত্তরাঞ্চলে একটি অফিসে ভয়াবহ আগুন লেগে ২৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ১৬ নভেম্বর) দেশটির স্থানীয় সময় সকাল ৭টার দিকে শানসি প্রদেশের লুলিয়াং শহরের বহুতল অফিস ভবনে এই দুর্ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শানসি প্রদেশের লুলিয়াং শহরে একটি বহুতল অফিস ভবনে আগুন লাগে। এতে ২৫ জনের মৃত্যু হয়েছে। আগুনের সূত্রপাত ওই ভবনের চতুর্থতলায় অবস্থিত ইয়ংজু কয়লা কোম্পানির অফিস থেকে হয়েছে। আগুন লাগার পর সেখান থেকে ৫১জনকে সরিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে ‍উদ্ধার অভিযান এখনো চলছে।

এদিকে চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে পোস্ট করা ভিডিওতে ভবন থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা গেছে।

গত অক্টোবরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইনচুয়ান প্রদেশের একটি বারবিকিউ রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩১ জনের প্রানহানি হয়। এছাড়াও চলতি বছরের এপ্রিলে রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ২৯ জনের মৃত্যু হয়।

- Advertisement -spot_img

সর্বশেষ