চট্টগ্রামের মিরসরাইয়ে মিনি বাসে করে বিদেশি মদের চালান পারাপারের সময় তিনজন কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় বাসটি থেকে ৮৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
১৬ নভেম্বর, বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মীরসরাই ফিলিং স্টেশনের কাছে তাদের আটক করা হয়। মাদক কাজে ব্যবহৃত মিনি বাসটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
মিরসরাই থানার ইনচার্জ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আটকেরা হলেন, জসিম উদ্দিন (৩৪), রিমন দাশ(২৮) এবং আবদুল হান্নান (২৬) । আটক জসিম ফেনী জেলার ছাগলনাইয়া পৌরসভার জয়নাল আবেদীনের পুত্র, রিমন চট্টগ্রামে পটিয়া উপজেলার ধলঘাট এলাকার স্বপন দাশের পুত্র। অন্যজন আবদুল হান্নান লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বালাইশ পুর এলাকার মৃত আবু সিদ্দিক পুত্র।
থানা সুত্র জানায়, বৃহস্পতিবার সকালে ফেনী সিমান্ত থেকে চট্টগ্রামের উদ্দেশ্য মিনি বাসযোগে ৮৪ বোতল বিদেশি মদ যার মূল্য আনুমানিক ৪লাখ ২০ হাজার টাকা এবং ১৬ কেজি গাঁজা আনুমানিক ১লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের মাদক নিয়ে যাচ্ছিলো কারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে তল্লাশি চালিয়ে ঘটনার সাথে জড়িত উপস্থিত ৩জনকে আটক করা হয়।
আটক ৩জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি কবির হোসেন।