প্রায় দেড় মাস ধরে অস্থিরতা চলছে ভারতের কুস্তি ফেডারেশনে (ডব্লিউএফআই)। যৌন হয়রানির অভিযোগে ফেডারেশন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংহের গ্রেপ্তার ও বিচার চেয়ে আন্দোলনে নেমেছেন দেশটির তারকা কুস্তিগিরেরা, যা সামাল দিতে গিয়ে পুলিশের বিতর্কিত ভূমিকা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
এরই মধ্যে বিবৃতি দিয়ে কুস্তি খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন ভারতের ফুটবলসহ বিভিন্ন খেলার ক্রীড়াবিদেরা। এবার তাঁদের সমর্থন দিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সদস্যরাও।
’৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি রজার বিনিও বিবৃতির অংশ। ফেডারেশন সভাপতি ও ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য ব্রিজ ভূষণের বিরুদ্ধে বিসিসিআইপ্রধানও মুখ খুলেছেন বলে খবর প্রকাশিত হয় ভারতের সংবাদমাধ্যমে।
তবে সাবেক এই ক্রিকেটার জানিয়েছেন, তিনি কুস্তিগিরদের বিষয়ে ’৮৩–এর বিশ্বকাপজয়ী সতীর্থদের সঙ্গে নেই। কেন নেই, দিয়েছেন সেই ব্যাখ্যাও।
ভারতের সংবাদ সংস্থা এএনআইকে বিনি বলেছেন, কুস্তিগিরদের প্রতিবাদ নিয়ে তিনি বিবৃতি দিয়েছেন বলে সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্য নয়, ‘কিছু সংবাদমাধ্যমের খবরের বিরোধিতা করে জানাচ্ছি, কুস্তিগিরদের প্রতিবাদ নিয়ে আমার বিবৃতি দেওয়ার খবরটি মিথ্যা। আমি বিশ্বাস করি, দক্ষ কর্তৃপক্ষ এটি সমাধানের চেষ্টা করছে। সাবেক ক্রিকেটার হিসেবে এতটুকু বলতে পারি, খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানো ঠিক নয়।’
ভারতের হয়ে ২৭ টেস্টে ৪৭ উইকেট এবং ৭২ ওয়ানডেতে ৭৭ উইকেট নিয়েছেন সাবেক এই পেস বোলিং অলরাউন্ডার। ১৯৮৩ বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ ওভারে মাত্র ২৩ রানে নেন ১ উইকেট।